রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ জ্বালানী ও আকাশমনি কাঠসহ পিক-আপ ও ডাম্পার গাড়ি জব্দ করেছে পদুয়া বনবিভাগ।
এ অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
জানা যায়, দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের নির্দেশনায় সংবাদের ভিত্তিতে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি টিম পৃথক অভিযান চালিয়ে গত জানুয়ারী দিবাগত রাত ২টায় এবং ৯ জানুয়ারী বিকেল ৫টার দিকে পদুয়া রেঞ্জ কর্তৃক ছদাহা এবং রাবারড্যাম নামক এলাকায় অভিযান চালিয়ে অবৈধ জ্বালানী ও আকাশমনি গোল কাঠসহ ১টি পিকআপ (গাড়ি নং ফেনী-ড- ১১-০৫১৩) এবং ০১ টি ডাম্পার গাড়ী জব্দ করা হয় ৷
এ ব্যাপারে বন মামলা নং ২৫ ও ২৬/পদু অব ২০২০-২১ রুজু করা হয়েছে এবং বর্তমানে কাঠসহ গাড়ি দুটি বনবিভাগের হেফাজতে রয়েছে বলে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন।