মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম:
পুটিবিলায় একটি ঘর ভেঙ্গে গুড়িয়ো দিল বনবিভাগ লোহাগাড়ায় এক যুবকের বিরুদ্ধে ষড়ষন্ত্রমুলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিন : লোহাগাড়ায় আমিনুল ইসলাম লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনে তিনটি স্পটে ইউএনও`র অভিযান, ২ লাখ ৫০হাজার ঘনফুট বালু জব্দ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে লোহাগাড়ায় দু` ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে ডাঃ মোহাম্মদ হানিফ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে আবারও বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে ডাঃ মোহাম্মদ হানিফ সাতকানিয়া ঢেমশার ইয়াবা কারবারী লোহাগাড়ার শ্রীঘরে বাংলাদেশ ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি নির্বাচিত হলেন মাওলানা আবদুল গফুর অসুস্থ মিনহাজের পাশে দাঁড়ালো সেবা মূলক সংগঠন ‘দশে মিলে করি কাজ’ চুনতির ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সা.) মাহফিল শুরু আগামী ২৭ সেপ্টেম্বর, এবারের বাজেট সাড়ে ৪ কোটি টাকা

সাবেক মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের গাড়িবহরে হামলা অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ৪ অক্টোবর

অনলাইন ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৪ অক্টোবর ধার্য করেছেন আদালত।

সোমবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালত এই তারিখ ধার্য করেন।

এদিন মামলাটি অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। তবে মামলাটির তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য বিচারক নতুন করে এই তারিখ ধার্য করেন।

২০১৮ সালের ১০ আগস্ট রাতে মার্সা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় ড. বদিউল আলম মজুমদার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুর রউফ ২০২১ সালের ১৮ জানুয়ারি ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর ২০২২ সালের ১ মার্চ নয় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

২০২২ সালের ২৮ মার্চ এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। গত ৪ ডিসেম্বর এ মামলায় ছয়জনের সাক্ষ্যগ্রহণ হয়। পরবর্তীতে দেখা যায়- এদের মধ্যে সাক্ষী ড. বদিউল আলম মজুমদার, খুশি বেগম ও মাহবুবুল আলম মজুমদার তাদের জবানবন্দিতে জনৈক ইশতিয়াক মাহমুদের নাম উল্লেখ করেন। পরবর্তীতে গত ২৭ ডিসেম্বর আদালত এ মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায় থেকে উত্তোলন করে অধিকতর তদন্তের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য ঢাকার সিএমএম বরাবর প্রেরণ করেন। চলতি বছরের ১ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত মামলাটি অধিকতর তদন্তের আদেশ দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ