ডেস্ক রিপোর্টঃ
বিশিষ্ট কবি ও জনপ্রশাসনের একজন চৌকশ কর্মকর্তা মাহবুব রুমনের লেখা অনন্য “কাব্য টোকাইয়ের অভিষেক” এর মোড়ক উন্মোচিত হলো অনিন্দ্য প্রকাশ, ০৫ নং প্যাভিলিয়নে। উল্লেখ্য, ইতিমধ্যে তার লেখা বিশ্লেষণধর্মী ও তাত্বিক অনেক কবিতা বেশ কিছু অনলাইন মিডিয়ায় প্রকাশিত হয়েছে, যা পাঠকের মনে জায়গা করে নিয়েছে।
বইটির ভূমিকা লিখেছেন ড. সৌমিত্র শেখর, অধ্যাপক বাংলা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। শুভেচ্ছা বাণীতে কবিদের কবি নির্মলেন্দু গুণ বলেন “আমি আমার দীর্ঘ কাব্য জীবনে এরকম কোন কবি সন্ধান পাইনি।” বইটির জন্য আশীর্বাণী জানিয়েছেন স্বাধীনতা পদক প্রাপ্ত মনীষী অধ্যাপক যতীন সরকার। বইটি তরুণ সমাজের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এবারের বই মেলায় আলোচিত এই বইটি পাওয়া যাচ্ছে অনিন্দ্য প্রকাশ ০৫ নম্বর প্যাভিলিয়নে।
এছাড়া Rokomari.com এর মাধ্যমে অনলাইনেও বইটি সংগ্রহ করা যাচ্ছে। দাম পড়বে ১১৩ টাকা মাত্র। বইটির ভূমিকা লিখতে গিয়ে ড. সৌমিত্র শেখর বলেন ” বাংলা কবিতার বাগিচায় আর একটি সুকণ্ঠী বুলবুলি যেন গান ধরেছে। তাকে গাইতে দেওয়ার জন্য আমাদের সময় দিয়ে ধৈর্যধারণ করতে হবে।”
সিএস পি/কেসিবি/১০ঃ২৪পিএম