সোমবার (৭ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার গুলশানে অভিযান পরিচালনা করেন ইপিজেড থানা পুলিশ।
ইইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।
থানা সূত্র জানায়, সুমাইয়া গত ১৯ অক্টোবর প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। এ ঘটনার একদিন পর ২১ অক্টোবর তার বাবা মো. জয়নাল আবেদীন থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এজহারে তিনি উল্লেখ করেন, তার ১৭ বছরের মেয়েকে জোরপূর্বক অপহরণ করে তুলে নিয়ে যান গ্রেপ্তার মো. রেজাউল করিম।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, ‘ঘটনার পরপর মো. রেজাউলের সহযোগী মো. কায়ছারকে গ্রেপ্তার করা হয়েছিল। সোমবার ঢাকা থেকে সুমাইয়াকে উদ্ধার ও মো. রেজাউলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার পরবর্তী রেজাউলকে আদালতে পাঠানো হয়েছে।
ইপিজেড এলাকা থেকে ৪৮ দিন নিখোঁজের পর ঢাকার গুলশান থেকে উদ্ধার হয় এক কিশোরি
প্রকাশের সময় :৮ ডিসেম্বর, ২০২০ ৪:৩৬ : অপরাহ্ণ

সিএসপি নিউজ : চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকা থেকে নিখোঁজের ৪৮ দিন পর নৌবাহিনী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সুমাইয়া জাহান নামের একজন কিশোরীকে ঢাকার গুলশান থেকে উদ্ধার করা হয়েছে। একই সাথে সুমাইয়ার নিখোঁজ ঘটনার সাথে জড়িত মো. রেজাউল করিম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।