সিএসপি নিউজ : চট্টগ্রামে একটি কভার্ড ভ্যানে তল্লাশী চালিয়ে ৩৮ হাজার ইয়াবাসহ চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। কর্ণফুলী থানার শাহ আমানত সেতু এলাকা থেকে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- কভার্ড ভ্যানের চালক রুবেল মিয়া ওরফে সুমন (২২) ও তার সহকারী মো. ইউনুস (২৭)। তাদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ।
র্যাব-৭ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতুর কাছে তল্লাশী চৌকি স্থাপন করে।
এসময় কক্সবাজারের দিক থেকে আসা একটি কভার্ড ভ্যানকে থামার সংকেত দিলে চালক গাড়ি থামিয়ে পালানোর চেষ্টা করেন।তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে কভার্ড ভ্যানের ভেতর বিশেষ কৌশলে রাখা ইয়াবা বের করে দেন।
গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদক আইনে কর্ণফুলী থানায় মামলা হয়েছে।