কক্সবাজার জেলার সদর থানাধীন কক্সবাজার সরকারি কলেজ গেইট এর সামনে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা উদ্ধার সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক(মিডিয়া) সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার সদর থানাধীন কক্সবাজার সরকারি কলেজ গেইট এর সামনে গাঁজা ক্রয়- বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৩ জনকে আটক করা হয়। পরে তাদের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।