গাজীপুরের ভালুকা কোকাকোলা ফ্যাক্টরী এলাকায় মাদক বহনকারী ট্রাক চালক কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লাকে হত্যার উদ্দেশ্যে ট্রাক চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এসময় মটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং র্যাব সদস্য মোঃ ইদ্রিস মোল্লা ঘটনাস্থলেই মারা যান । ঘাতক ট্রাক চালক ও হেলপার পলাতক।
আজ রবিবার ১৪ ফেব্রুয়ারি ভোর ৬.৩০ মিনিটের সময় গাজীপুরের ভালুকা কোকাকোলা ফ্যাক্টরীর বিপরীতে এ ঘটনা ঘটে বলে জানান র্যাব-১ এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মুনির হাসান।
নিহত কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮) ২৬ জুন ১৯৯২ ইং তারিখে মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন কেল্লাই গ্রামে জন্ম গ্রহণ করে। গত ২২ ডিসেম্বর ২০১১ ইং তারিখে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে (চাকুরী কাল ০৯ বছর ০১ মাস ২২ দিন )। পরবর্তীতে ৩০ মে ২০১৯ ইং তারিখ বাংলাদেশ পুলিশ বাহিনী হতে প্রেষণে র্যাবে যোগদান করে। ব্যক্তিগত জীবনে সে বিবাহিত। র্যাবের পক্ষ হতে শহীদ মোঃ ইদ্রিস মোল্লার স্ত্রীকে ১,০০,০০০(এক লক্ষ) টাকা এবং পিতাকে ৫০,০০০(পঞ্চাশ) হাজার টাকা প্রদান করা হয়েছে। এ প্রেক্ষিতে, মহাপরিচালক, র্যাব ফোর্সেস এবং পরিচালক, র্যাব-১ গভীরশোক প্রকাশ করেছেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
র্যাব-১ এর অপারেশন অফিসার সহকারী পরিচালক, মুশফিকুর রহমান তুষার জানান, গাজীপুর মহানগরীর টঙ্গী হতে ৩০ কেজি গাঁজা নিয়ে একটি মাদকের চালান গাজীপুরের মাওনা হয়ে ময়মনসিংহ যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পোড়াবাড়ী ক্যাম্পের সামনে একটি চেকপোস্ট গাড়ী তল্লাশি কালে সন্দেহজনক একটি ট্রাককে (ঢাকা মেট্রো ড ১৪-৩৫৮১) থামার সংকেত দেওয়া হলে ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। পরে র্যাব সদস্য কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা (২৮) ও সিনিয়র ডিএডি মোঃ গোলাম মোস্তফা মোটর সাইকেল নিয়ে ট্রাকের পিছনে ধাওয়া করে। ট্রাকটি বাগের বাজার পৌঁছে চলন্ত মোটর সাইকেলের সামনে এক বস্তা গাঁজা রাস্তায় ফেলে এসময় ডিএডি মোঃ গোলাম মোস্তফা গাঁজা রাস্তা হতে সংগ্রহ করে অপেক্ষা করতে থাকে এবং কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লা একাই ট্রাকটিকে অনুসরন করে এবং তার পিছনে র্যাবের একটি মাইক্রোবাস ট্রাকের পিছনে অনুসরন করতে থাকে। মোঃ ইদ্রিস মোল্লা গাজীপুর পার হয়ে ভালুকার দিকে কোকাকোলা ফ্যাক্টরীর বিপরীতে ৫/৬ কিঃ মিঃ এসে ট্রাকটির গতিরোধ করে। পরে মাদক বহনকারী ট্রাক চালক কনস্টেবল মোঃ ইদ্রিস মোল্লাকে হত্যার উদ্দেশ্যে ট্রাক চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এসময় মটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং র্যাব সদস্য মোঃ ইদ্রিস মোল্লা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ।
তিনি আরও জানান, পরে অভিযান চালিয়ে ঘাতক ট্রাকটি সিডষ্টোর, ভালুকা, ময়মনসিংহ এলাকা হতে আটক করা হয় এবং ট্রাকটির ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মাদক বহনকারী ট্রাকটির ড্রাইভার ও হেলপারকে আটকের অভিযান চলমান রয়েছে।
উল্লেখ্য, ইতিপূর্বেও বিভিন্ন অভিযান চলাকালীন র্যাবের ২৭ জন সদস্য শহীদ হয়েছেন এবং অভিযান চলাকালীন সময়ে ২২ জন সদস্য গুলিবিদ্ধ হন। এছাড়া অভিযান চলাকালীন সময়ে গুরুত্বর আহত হয়েছেন পাঁচ শতাধিক র্যাব সদস্য। এভাবেই নিজের জীবনের ঝুঁকি নিয়ে জনজীবনে শান্তি প্রতিষ্ঠায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে র্যাব।