নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক চট্টগ্রাম মহানগরীর খুলশি, চকবাজার ও কোতয়ালী থানা এলাকায় তদারকিমূলক কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে চকবাজারের গণি বেকারিসহ ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ১,৮০,০০০ (একলক্ষ আশি হাজার টাকা) প্রশাসনিক জরিমানাসহ অননুমোদিত ফ্লেভার মেয়াদোত্তীর্ণ দুধ, লেবেল বিহীন ফ্লেভার ধ্বংসসহ একটি লিখিত অভিযোগ নিষ্পত্তি করা হয়।
আজ মংগলবার ২৩ ফেব্রুয়ারি সকাল ১১টা হতে এপিবিএন, ৯ এর সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ্ ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযান পরিচালনা করেন।
অভিযানে চকবাজারের গণি বেকারিকে উৎপাদিত পণ্যের মোড়কে পরিমাণ ও মূল্য উল্লেখ না করায়, মেঝেতে রেখে খাদ্যদ্রব্য মোড়কজাত করায়, লেবেলবিহীন ফ্লেভার ব্যবহার, ফ্যাক্টরিতে খোলা ময়লার পাত্র সংরক্ষণ ও উৎপাদিত বেকারিপণ্য চরম অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করায় ১ লক্ষ ২০ হাজার জরিমানা করে সতর্ক করা হয়।
খুলশি থানার জিইসি মোড়ের বনজৌর-কে খাবার তৈরির উপকরণের সাথে কীটনাশক (ফিনিশ) সংরক্ষণ, খোলা ময়লার পাত্র রাখা ও মেয়াদবিহীন দুধ ফ্রিজে সংরক্ষণ করায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই প্রতিষ্ঠানকে বেশি দামে কোমলপানীয়ের ক্যান বিক্রয় করায় জনৈক ক্রেতার অভিযোগের প্রেক্ষিতে ৫ হাজার জরিমানা করা হয়।
কোতোয়ালী থানার মোমিন রোডের দস্তগীর হোটেল এন্ড রেস্টুরেন্টকে নোংরা পাত্রে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণ করায়, উৎপাদিত খাদ্যদ্রব্য খোলা অবস্থায় সংরক্ষণ করায় এবং খাদ্যদ্রব্য সংরক্ষণে ছাপা সংবাদপত্র ব্যবহার করায় ৩০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।
জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।
সিএসপি/ কেসিবি /১০ঃ৩৩পিএম