সিএসপি নিউজ: চট্টগ্রাম নগরীতে ফরচুন গ্লোবাল লিমিটেডের উৎপাদিত পন্য বাজারজাত করণের লক্ষ্যে সম্প্রতি কোম্পানির সেমিনার কক্ষে নতুন উৎপাদিত পন্যের মোরক উন্মোচন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক নিউটন দাশ, পরিচালক প্রশাসন মুহাম্মদ আব্দুর রহমান মনির, পরিচালক অর্থ অপু বড়ুয়া, পরিচালক সহকারী অর্থ মুহাম্মদ ফারুক, সিইও মার্কেটিং সাজ্জাত হোসাইন, পরিচালক মার্কেটিং মুহাম্মদ জাহেদ সহপরিচালক ক্রয় রুপস বড়ুয়া সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক নিউটন দাশ বলেন, পন্যের গুনগত মান রক্ষাতে কোম্পানি বদ্ধপরিকর এবং সর্বোস্থরের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হয়েছে।