শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে নিউ ঝাউতলা রেলওয়ে কলোনীর ৪ নম্বর ভবনের দ্বিতীয় তলার বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। ঝাউতলা এলাকার মো. সানজিদা আক্তার। নিহত সানজিদা ওয়ারর্লেস এলাকার একটি স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী।
নিহত কিশোরীর পরিবার জানিয়েছে, মেয়ের বাবা-মা আমাদের জানিয়েছে, রাতে মোবাইলে ইউটিউব দেখা নিয়ে ছোট বোনের সঙ্গে ঝগড়া হয়। এ কারণে বাবা তাকে বকা দেয়। পরে রাতে রুমে ঢুকে আত্মহত্যা করে।
খুলশী থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, সানজিদা আক্তার মিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
চট্টগ্রাম রেলওয়ে কলোনীতে ইউটিউব দেখা নিয়ে ছোট বোনের সাথে ঝগড়া করে আত্মহত্যা
প্রকাশের সময় :১১ ডিসেম্বর, ২০২০ ১১:১৩ : অপরাহ্ণ

সিএসপি নিউজ : নগরের খুলশী থানার ঝাউতলা এলাকার একটি বাসা থেকে সানজিদা মিশু (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।