শনিবার, ০৩ জুন ২০২৩, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর হুমকিদাতাকে গ্রেফতারের দাবিতে যুবলীগ নেতার বিক্ষোভ মিছিল যুবলীগ নেতা মনোয়ার উল আলম চৌধুরী নোবেলের নেতৃত্বে নগরীর রাজপথে শান্তি সমাবেশ ফটিকছড়িতে মাইগ্রেশান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘূর্ণিঝড় মোকা মোকাবেলায় অসহায় মানুষের পাশে যুবলীগ নেতা মনোয়ার-উল আলম চৌধুরী নোবেল পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ইয়াবাসহ আধুনগরের মাসুদ রানা ঢাকায় গ্রেফতার গণতন্ত্রের চর্চা আছে বলেই উন্নয়নের ধারা অব্যাহত আছে: তথ্যমন্ত্রী নতুন রাষ্ট্রপতির শপথে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার হতাশাগ্রস্ত বিএনপি কোলা ব্যাঙের মত আওয়াজ তুলছে মাত্র: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতি হিসেবে কাল শপথ নেবেন মো. সাহাবুদ্দিন

কেএমও প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭২তম মৃত্যুবার্ষিকী উদযাপন

বৃটিশ বিরোধী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, সাংবাদিকতার পথিকৃৎ, শিক্ষা সম্প্রসারণের অগ্রদূত, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল  ১৫ই নভেম্বর কদম মোবারক মুসলিম এতিমখানার প্রাক্তন ছাত্রদের উদ্যোগে মোমিন রোডস্থ এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
হাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও মোহাম্মদ আরিফের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মোর্শেদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা, মো: শফি খান, মো: আবুল কাশেম, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার জনাব আজাদ নিজামুল হক, বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাক্ত  সার্জেন্ট আহমদ ছপা, মাওলানা আলাউদ্দিন, কদম মোবারক  এম ওয়াই স্কুলের সম্মানিত শিক্ষকমন্ডলী ও কদম মোবারক  এতিমখানার সম্মানিত মাওলানা, শিক্ষক এবং অনুষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অতিথিরা বলেন মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর , অহিংস মতবাদের ধারক, সুশিক্ষার প্রসারে দক্ষ,  মুক্তবুদ্ধি চর্চার মনীষী। তার ত্যাগী জীবন সকলের জন্য অনুসরনীয়। কদম মোবারক মুসলিম এতিমখানা তার অন্যতম কীর্তি।
বক্তারা তাঁদের বক্তব্যে মনিরুজ্জামান ইসলাবাদীর বিভিন্ন অবদান, তার আদর্শ তুলে ধরেন। তাঁর অপ্রকাশিত গ্রন্থ প্রকাশ করার বিষয়ে মত প্রদান করেন এবং গবেষণা ও লেখনির মাধ্যমে ইসলামাবাদীর অবদান বর্তমান প্রজম্মের কাছে তুলে ধরার জন্য আহব্বান জানান।
ইসলামাবাদীর জীবন ও কর্মযজ্ঞ নিয়ে রচনা প্রতিযোগিতা, কেরাত ও হাম-নাত প্রতিযোগিতা, প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা দুপুর ও রাতে বেজবানের মাধ্যমে পুরো অনুষ্ঠানটি প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ