শনিবার, ০৩ জুন ২০২৩, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর হুমকিদাতাকে গ্রেফতারের দাবিতে যুবলীগ নেতার বিক্ষোভ মিছিল যুবলীগ নেতা মনোয়ার উল আলম চৌধুরী নোবেলের নেতৃত্বে নগরীর রাজপথে শান্তি সমাবেশ ফটিকছড়িতে মাইগ্রেশান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘূর্ণিঝড় মোকা মোকাবেলায় অসহায় মানুষের পাশে যুবলীগ নেতা মনোয়ার-উল আলম চৌধুরী নোবেল পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ইয়াবাসহ আধুনগরের মাসুদ রানা ঢাকায় গ্রেফতার গণতন্ত্রের চর্চা আছে বলেই উন্নয়নের ধারা অব্যাহত আছে: তথ্যমন্ত্রী নতুন রাষ্ট্রপতির শপথে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার হতাশাগ্রস্ত বিএনপি কোলা ব্যাঙের মত আওয়াজ তুলছে মাত্র: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতি হিসেবে কাল শপথ নেবেন মো. সাহাবুদ্দিন

চুনতি ডট কম ম্যারাথন ২০২২ উদযাপন

রায়হান সিকদার, লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ ম্যারাথনের উৎসবে মাতি সবাই এক সাথে এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ডটকমের আয়োজনে ঐতিহ্যবাহী গ্রাম চুনতিতে অনুষ্ঠিত হলো ‘চুনতি ডট কম ম্যারাথন ২০২২’।

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, পাহাড় আর সমতলবেষ্টিত জনপদ চুনতীর দৃষ্টিনন্দন ইসহাক মিয়া সড়কে সকাল ৭টা থেকে শুরু হয়ে চুনতি মেহেরুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে এই ম্যারাথন সম্পন্ন করা হয় ।

চুনতি ডটকমের আয়োজনে ম্যারাথন অনুষ্ঠানে স্পন্সর ছিল কনফিডেন্স ভেকাম সল্ট, সি ড্রিস ইয়থ ক্লাব বিডি, রিকিট বেনকাইসার(বাংলাদেশ), ট্রিম ট্রেড লিমিটেড, জুতা বাজার, প্লাসনেট কমিউনিকেশন এবং পেজেক্স টেকনোলজিয়েস।

চ্যাম্পিয়ন হয়েছেন জহির উদ্দিন, ১ম রানার্স আপ হন বিকাশ কুসুম চক্রবর্তী, ২য় রানার্স আপ হয়েছেন মৃদুল কান্তি সিংহ। সাধারণ ক্যাটাগরিতে ১ম হয়েছেন মোহাম্মদ সুজন,
২য় হয়েছেন আব্দুল্লাহ আল নোমান, ৩য় হয়েছেন, আবু আব্দুল্লাহ মুহাম্মদ রিয়ান, ৪র্থ মোহাম্মদ সাঈদ, ৫ম তাশরিকুন নূর, ৬ষ্ঠ – মোঃ নূর নবী, ৭ম – মোহাম্মদ তাশরিক মজুমদার।মোট অংশগ্রহণের সংখ্যা ছিল ২০৬ জন।

যাহেদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসমাইল মানিক,লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের চেয়ারম্যান ডাঃ এজেএম সাদেক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক, ট্রমা অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মাহমুদুর রহমান,চুনতি ইউপির চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানী, জয়নাল আবেদীন জনু, মিনহাজুল আবরার, অলিউদদিন, সৈয়দ উদ্দিন ছিদ্দিকী, আবুল কালাম আজাদ, কাজি আরিফ, নাঈম নিমু, সাদুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা জানান,ম্যারাথন শুধু একটা ক্রীড়া নয়, এটা একটা উৎসব। চট্টগ্রাম সহ সারা দেশের অসংখ্য প্রতিযোগী এই উৎসবে অংশগ্রহণ করার জন্য নাম নিবন্ধন করেছেন। সব বয়সের মানুষের অংশগ্রহণে এই ম্যারাথন রূপ নিয়েছে। এ যেন একটা মিলন মেলায়। সবার অংশগ্রহণ ছিল প্রানবন্ত। চুনতি ডট কমের এই উৎসবে শরিক হবার জন্য আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। শত বছরের সম্ভ্রান্ত ও ঐতিহ্যে লালিত গ্রাম প্রিয় চুনতি ডটকম এর এই প্রয়াস অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

চুনতি ডট কম ম্যারাথন ২০২২ এর আয়োজক কারীরা সকল নিবন্ধিত অংশগ্রহণকারী, পৃষ্ঠপোষক, স্বেচ্ছাসেবক ও প্রসাশন এবং এলাকাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ