বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
পুটিবিলায় একটি ঘর ভেঙ্গে গুড়িয়ো দিল বনবিভাগ লোহাগাড়ায় এক যুবকের বিরুদ্ধে ষড়ষন্ত্রমুলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিন : লোহাগাড়ায় আমিনুল ইসলাম লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনে তিনটি স্পটে ইউএনও`র অভিযান, ২ লাখ ৫০হাজার ঘনফুট বালু জব্দ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে লোহাগাড়ায় দু` ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে ডাঃ মোহাম্মদ হানিফ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে আবারও বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে ডাঃ মোহাম্মদ হানিফ সাতকানিয়া ঢেমশার ইয়াবা কারবারী লোহাগাড়ার শ্রীঘরে বাংলাদেশ ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি নির্বাচিত হলেন মাওলানা আবদুল গফুর অসুস্থ মিনহাজের পাশে দাঁড়ালো সেবা মূলক সংগঠন ‘দশে মিলে করি কাজ’ চুনতির ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সা.) মাহফিল শুরু আগামী ২৭ সেপ্টেম্বর, এবারের বাজেট সাড়ে ৪ কোটি টাকা

পদুয়ায় সবুজায়ন হাই স্কুল মাঠে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

দক্ষিণ চট্টগ্রামের এতিহ্যবাহী মাঠ পদুয়া হাই স্কুল মাঠ। অনেকদিন ধরে এ মাঠটি সিএনজি ও অবৈধ ব্যবসায়ীদের দখলে ছিল। মাঠের পরিবেশ তেমন সুন্দর ছিলনা। মাঠের সৌন্দর্য ফিরিয়ে আনতে সবুজায়ন করার উদ্যোগ, নিয়েছেন পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ,সম্পাদক হারুনর রশিদ প্রকাশ আর্মি হারুন।

পদুয়া হাইস্কুল মাঠে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

খেলায় দু` শক্তিশালী দল প্রতিদ্বন্দ্বিতা করেন পদুয়া ইউনিয়ন ফুটবল একাদশ বনাম বান্দরবান এএফসি ফুটবল একাদশ।

১৪ সেপ্টেম্বর বিকেলে সৌন্দর্যময় সবুজায়ন খ্যাত পদুয়া হাই স্কুল মাঠে আয়োজিত প্রীতি ম্যাচে সভাপতিত্ব করেন পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ,সম্পাদক হারুনর রশিদ প্রকাশ আর্মি হারুন।

প্রীতি ম্যাচে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ,সদস্য, স্থানীয় সাংসদের একান্ত সচিব,লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এরফানুল করিম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক,পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক এসকে সামশুল আলম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ক্রীড়ামোদী ব্যক্তিত্ব রিটু দাশ বাবলু, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী, ব্যবসায়ী নুরুল ইসলাম,বান্দরবান ফুটবল এসোসিয়েশনের সদস্য নাছির উদ্দিন, ব্যবসায়ী আলহাজ্ব মুজিবুর রহমান।

অনুষ্ঠানে,পদুয়া ইউপি সদস্য যথাক্রমে আলহাজ্ব শহীদুল ইসলাম, মোঃ আমানুল হক, লেয়াকত আলী, নজরুল ইসলাম বাবুল, কাউছার উদ্দিন, নাছির উদ্দিন, জসিম উদ্দিন, এহেছানুল হক, যুবলীগ নেতা নুরুল ইসলাম, সাবেক ফুটবলার শহীদ, মোরশেদ, খানে আলমসহ অন্যান্যা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা করেন মিজানুর রহমান।
সহকারী রেফারির দায়িত্বে ছিলেন ইছহাক ও নুরুল ইসলাম।

খেলায় সঞ্চালনা করেন ধারাভাষ্যকার কায়সার হামিদ।

খেলায় হাজার হাজার দর্শকবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ