প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতাকে গ্রেফতারের দাবিতে যুবলীগ নেতা রফিকুল আলম রুবু’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহানগর যুবলীগ নেতা রফিকুল আলম রুবু’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ই মে মঙ্গলবার বাবু উত্তম কুমার সুশীল এর সভাপতিত্বে ও মোহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল চট্রগ্রাম বাকলিয়ার শাহ আমানত সড়ক প্রদক্ষিন করে ও সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মহানগর যুবলীগ নেতা রফিকুল আলম রুবু বলেন, বিএনপি হত্যার রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার যেই স্বপ্ন দেখছেন। তা বাংলার মাটিতে বাস্তবায়ন হবে না ৭৫ এর পুনরাবৃত্তি ঘটানোর যেই নীল নকশা করছে যুবলীগ রাজপথে সোচ্চার রয়েছে তা প্রতিহত করার।আমরা আমাদের নেত্রীর ভ্যানগার্ড হয়ে পাশে থাকবো ইনশাল্লাহ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ আরো উপস্থিত ছিলেন শুটকি ব্যবসায়ি সমিতির সহ সভাপতি মোহাম্মদ মুছা,বাস্তুহারা বহুমূখী সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক সোহেল কুটুম,১৯ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ হানিফ,সাজ্জাদ,৩৫ নং ওয়ার্ড যুবলীগ নেতা সাদ্দাম হোসেন,মোহা:রুবেল ১৮ নং ওয়ার্ড যুবলীগ নেতা বাবলু,৩৪ নং ওয়ার্ড যুবলীগ নেতা আরিফ সিকদার মুন্না, বেলাল প্রমুখ।