বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর হুমকিদাতাকে গ্রেফতারের দাবিতে যুবলীগ নেতার বিক্ষোভ মিছিল যুবলীগ নেতা মনোয়ার উল আলম চৌধুরী নোবেলের নেতৃত্বে নগরীর রাজপথে শান্তি সমাবেশ ফটিকছড়িতে মাইগ্রেশান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘূর্ণিঝড় মোকা মোকাবেলায় অসহায় মানুষের পাশে যুবলীগ নেতা মনোয়ার-উল আলম চৌধুরী নোবেল পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ইয়াবাসহ আধুনগরের মাসুদ রানা ঢাকায় গ্রেফতার গণতন্ত্রের চর্চা আছে বলেই উন্নয়নের ধারা অব্যাহত আছে: তথ্যমন্ত্রী নতুন রাষ্ট্রপতির শপথে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার হতাশাগ্রস্ত বিএনপি কোলা ব্যাঙের মত আওয়াজ তুলছে মাত্র: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতি হিসেবে কাল শপথ নেবেন মো. সাহাবুদ্দিন

লোহাগাড়ায় গৃহবধুর আত্মহত্যা!

লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের রশিদার পাড়ায় একটি কলোনীতে গলায় ওড়না পেঁছিয়ে রীন আক্তার (২৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

বুধবার (২৮ ডিসেম্বর ) সকাল যেকোনো সময় এ ঘটনাটি ঘটেছে।

নিহত গৃহবধু পাবনা জেলার সাথিয়া থানার বন গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী এবং সে ২ ছেলে সন্তানের জননী।

স্থানীয় সুত্রে জানা গেছে, বিগত ৬মাস ধরে সে তার স্বামী,দু` ছেলে সন্তানদের কে নিয়ে সদরের রশিদার পাড়ায় একটি কলোনীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। তার স্বামী বেসরকারী একটি কোম্পানীতে চাকরী করতো। প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে রীনা আকতারের ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায়।

নিহতের স্বামী সিরাজুল ইসলাম জানান,আমার স্ত্রীর সাথে কোনদিন ঝগড়াঝাঁটি হয়নাই। আমার স্ত্রী ২ মাসের অন্তঃস্বত্বা। গতকাল রাতে একসাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে তার ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেলে থানা পুলিশকে অবহিত করি।

লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, গৃহবধু রীনা আকতারের আত্মহত্যার বিষয়টি থানায় অবহিত করলে এসআই রুহুল আমিনকে ঘটনাস্থলে পাঠিয়েছি। নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। পোস্ট মডেমের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

সংবাদ প্রেরকঃ রায়হান সিকদার, লোহাগাড়া, তারিখঃ ২৮/১২/২০২২ইং, মোবাইল নং ০১৮১৭২৬৮৪৭০।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ