সোমবার, ০৫ জুন ২০২৩, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর হুমকিদাতাকে গ্রেফতারের দাবিতে যুবলীগ নেতার বিক্ষোভ মিছিল যুবলীগ নেতা মনোয়ার উল আলম চৌধুরী নোবেলের নেতৃত্বে নগরীর রাজপথে শান্তি সমাবেশ ফটিকছড়িতে মাইগ্রেশান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘূর্ণিঝড় মোকা মোকাবেলায় অসহায় মানুষের পাশে যুবলীগ নেতা মনোয়ার-উল আলম চৌধুরী নোবেল পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ইয়াবাসহ আধুনগরের মাসুদ রানা ঢাকায় গ্রেফতার গণতন্ত্রের চর্চা আছে বলেই উন্নয়নের ধারা অব্যাহত আছে: তথ্যমন্ত্রী নতুন রাষ্ট্রপতির শপথে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার হতাশাগ্রস্ত বিএনপি কোলা ব্যাঙের মত আওয়াজ তুলছে মাত্র: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতি হিসেবে কাল শপথ নেবেন মো. সাহাবুদ্দিন

লোহাগাড়ায় তিন ডাকাত আটক, অস্ত্রসহ ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জাম ও ১টি সিএনজি জব্দ

রায়হান সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে থানা পুলিশ। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত ১টি দেশীয় তৈরী এলজি লম্বা কিরিচ ৩টি,হেস্কু ব্লেড ২টি, লোহার কোরাবারী ১টি সেলাই রেইন্জ ১টি গিয়ার চাক্কু এবং একটি সিএনজি জব্দ করা হয়।

২০ জানুয়ারী বিকেল ৪টার দিকে উপজেলা সদরের দরবেশহাট রোড মজিদের পাড়া শেখ আহমদ বাড়ির দক্ষিণ পার্শ্বে এলাকা হতে তাদেরকে আটক করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া থানার ওসি মোঃ আতিকুর রহমান, এসআই নুরুন্নবী, এসআই শরীফুল ইসলাম পিপিএম, এসআই আলমগীর।

আটককৃত ডাকাতরা হলেন বাগেরহাট মান্দা এলাকা বর্তমান ঠিকানা দোহাজারী রেলওয়ে কলোনী এলাকায় মৃত ইউসুফ বিশ্বাসের পুত্র মানিক বিশ্বাস(৪০) , চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম কাটগড় এলাকার মৃত আবদুর রশিদের পুত্র মোঃ হোসেন (৩৮) এবং বাগের হাট কচুয়া গজালিয়া থানা( বর্তমানে পটিয়া গুচ্ছিগ্রাম এলাকার মৃত আজহার মৃধার পুত্র আলমগীর (৫০)।

ওসি মুুহাম্মদ আতিকুর রহমান জানান, আটককৃত তিনজন আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য। তারা বিভিন্ন এলাকায় গিয়ে গরু , বাড়িঘর ঢুকে ডাকাতি করে আসছিল। তারা লোহাগাড়ায়ও ডাকাতি করার প্রস্তুতি নেওয়ার জন্য অবস্থান করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৪টার উপজেলা সদরের দরবেশহাট রোড মজিদের পাড়া শেখ আহমদ বাড়ির দক্ষিণ পার্শ্বে আমাদের থানা পুলিশের বিশেষ টিম ১টি দেশীয় তৈরী এলজি লম্বা কিরিচ ৩টি,হেস্কু ব্লেড ২টি, লোহার কোরাবারী ১টি সেলাই রেইন্জ ১টি গিয়ার চাক্কু এবং একটি সিএনজিসহ ডাকাত দলের তিন সদস্যকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসা হয়। আন্তঃ জেলার ডাকাত দলের সদস্য।
তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ