বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
পুটিবিলায় একটি ঘর ভেঙ্গে গুড়িয়ো দিল বনবিভাগ লোহাগাড়ায় এক যুবকের বিরুদ্ধে ষড়ষন্ত্রমুলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিন : লোহাগাড়ায় আমিনুল ইসলাম লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনে তিনটি স্পটে ইউএনও`র অভিযান, ২ লাখ ৫০হাজার ঘনফুট বালু জব্দ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে লোহাগাড়ায় দু` ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে ডাঃ মোহাম্মদ হানিফ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে আবারও বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে ডাঃ মোহাম্মদ হানিফ সাতকানিয়া ঢেমশার ইয়াবা কারবারী লোহাগাড়ার শ্রীঘরে বাংলাদেশ ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি নির্বাচিত হলেন মাওলানা আবদুল গফুর অসুস্থ মিনহাজের পাশে দাঁড়ালো সেবা মূলক সংগঠন ‘দশে মিলে করি কাজ’ চুনতির ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সা.) মাহফিল শুরু আগামী ২৭ সেপ্টেম্বর, এবারের বাজেট সাড়ে ৪ কোটি টাকা

লোহাগাড়ায় জামছড়ি খালে মিলল অজ্ঞাত বৃদ্ধের ভাসমান লাশ!

রায়হান সিকদার,লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা-পদুয়ার সীমান্তবর্তী এলাকায় জামছড়ি খাল থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ ও লোহাগাড়া ফায়ার সার্ভিস।

৫ সেপ্টম্বর বিকেল ৪টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তবে,বৃদ্ধের নাম-ঠিকানা এখনো জানা সম্ভব হয়নি।

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার চরম্বায় জামছড়ি খালে মঙ্গলবার দুপুর ২টার দিকে স্থানীয়রা ভাসমান অবস্থায় এক বৃদ্ধের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করা হয়।

স্থানীয় এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম জানান,দুপুরে বড়শী নিয়ে জামছড়ি খালে মাছ ধরতে গিয়েছিলাম হঠাৎ খালের মাঝখানে আটকানো অবস্থায় বৃদ্ধের লাশটি দেখি। পরে থানা পুলিশকে খবর দিই।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ সাইফুল ইসলাম,এসআই রুহুল আমিন,এসআই নুরুন্নবী,এসআই সাইদুল এবং লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রুবেল আলম।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ সাইফুল ইসলাম জানান,লাশের ভেসে আসছে তিন-চারদিনের মত হবে। লাশের শরীরে পঁচন দেখা দিয়েছে।লাশটি উদ্ধার করে পোস্ট মডেমের জন্য মর্গে প্রেরণ করা হবে।ময়নাতদন্তে শেষে বিস্তারিত আরও জানা যাবে বলেও তিনি জানান।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, লাশটি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ