বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
পুটিবিলায় একটি ঘর ভেঙ্গে গুড়িয়ো দিল বনবিভাগ লোহাগাড়ায় এক যুবকের বিরুদ্ধে ষড়ষন্ত্রমুলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিন : লোহাগাড়ায় আমিনুল ইসলাম লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনে তিনটি স্পটে ইউএনও`র অভিযান, ২ লাখ ৫০হাজার ঘনফুট বালু জব্দ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে লোহাগাড়ায় দু` ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে ডাঃ মোহাম্মদ হানিফ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে আবারও বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে ডাঃ মোহাম্মদ হানিফ সাতকানিয়া ঢেমশার ইয়াবা কারবারী লোহাগাড়ার শ্রীঘরে বাংলাদেশ ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি নির্বাচিত হলেন মাওলানা আবদুল গফুর অসুস্থ মিনহাজের পাশে দাঁড়ালো সেবা মূলক সংগঠন ‘দশে মিলে করি কাজ’ চুনতির ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সা.) মাহফিল শুরু আগামী ২৭ সেপ্টেম্বর, এবারের বাজেট সাড়ে ৪ কোটি টাকা

শীঘ্রই গারাংগিয়া শাহ্ মজিদিয়া সড়কের প্রসস্থকরণ কাজ শুরু

রায়হান সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড.আবু রেজা মোঃ নেজামুদ্দিন নদভী এবং বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম যৌথ প্রচেষ্ঠায় গারাংগিয়া শাহ্ মজিদিয়া সড়কটি এলজিইডির উন্নয়ন কর্মসুচীর আওতায় সড়কের সরু হওয়ায় ১৮ ফুট রাস্তা প্রসস্থকরণের কাজ শীঘ্রই শুরু হবে।২৭ জুলাই (বৃহস্পতিবার) সকালে এ সড়ক কাজ পরিমাপ নির্ণয় করা হয়েছে। এসময় চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, সাতকানিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাস্টার ফারুক আহমদ, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এস.এম আজিজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলামের একান্ত সচিব, বড়হাতিয়ার কৃতি সন্তান সমাজসেবক মিরান হোসেন মিজান,সাতকানিয়া উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাকির হোসেন,দক্ষিণ জেলা কৃষক লীগের সদস্য লুৎফর রহমান, বিশিষ্ট সমাজসেবক মাস্টার জাফর আহমদ,লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক রাশেদুল ইসলাম চৌধুরী(আর আই চৌধুরী), সাতকানিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নার্গিছ আকতার মুন্নী,সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল মনছুর, ইউপি সদস্য আবদুস সবুর, সাবেক ইউপি সদস্য মনির, সাতকানিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম এমরান,পদুয়া ইউনিয়ন মৎস্যজীবি লীগের সভাপতি মোঃ জাকারিয়া বাবুল, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, আরিফুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও জনপ্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ