সুবিধা বঞ্চিত শিশুদের সংগঠন আলোর ঠিকানার উদ্যোগে চট্টগ্রাম মহানগর যুবলীগ সংগঠক মনোয়ার-উল আলম চৌধুরী নোবেল এর সহযোগিতায় সিআরবিতে শীতার্ত মানুষের মাঝে গতকাল বুধবার বিকেলে কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও আলোর ঠিকানার পরিচালক ঋত্বিক নয়ন, মহানগর যুবলীগ সংগঠক মনোয়ার উল আলম চৌধুরী নোবেল, সমাজসেবক হাবিবুল্লাহ খান মারুফ, সাবেক ছাত্রনেতা আমীন মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুল,চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগ নেতা মোঃসৈয়দ, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সদস্য সাইফুর রহমান রাজু, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জিয়া উদ্দিন লুভন, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগ নেতা হানিফ, আকবরশাহ্ থানা যুবলীগ নেতা গোলাম রাব্বানী রাফি, ২২নং ওয়ার্ড যুবলীগ নেতা মিলন, কোতোয়ালি থানা ছাত্রলীগের সহ-সভাপতি আজাহার মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন সাজেন, পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃসিরাজুল ইসলাম আকাশ সহ প্রমুখ।
এসময় দেড় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।