বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
পুটিবিলায় একটি ঘর ভেঙ্গে গুড়িয়ো দিল বনবিভাগ লোহাগাড়ায় এক যুবকের বিরুদ্ধে ষড়ষন্ত্রমুলক মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিন : লোহাগাড়ায় আমিনুল ইসলাম লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনে তিনটি স্পটে ইউএনও`র অভিযান, ২ লাখ ৫০হাজার ঘনফুট বালু জব্দ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে লোহাগাড়ায় দু` ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে ডাঃ মোহাম্মদ হানিফ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে আবারও বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে ডাঃ মোহাম্মদ হানিফ সাতকানিয়া ঢেমশার ইয়াবা কারবারী লোহাগাড়ার শ্রীঘরে বাংলাদেশ ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি নির্বাচিত হলেন মাওলানা আবদুল গফুর অসুস্থ মিনহাজের পাশে দাঁড়ালো সেবা মূলক সংগঠন ‘দশে মিলে করি কাজ’ চুনতির ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সা.) মাহফিল শুরু আগামী ২৭ সেপ্টেম্বর, এবারের বাজেট সাড়ে ৪ কোটি টাকা

সবার সঙ্গে বন্ধুত্ব রেখে চলবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কারও সঙ্গে যুদ্ধ নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই বাংলাদেশ চলবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর মিডশিপম্যান-এ এবং ডিরেক্ট এন্ট্রি অফিসার-বি (ডিইও) ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত স্পষ্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে পররাষ্ট্রনীতি আমাদের দিয়ে গেছেন- সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। আমরা কারও সঙ্গে যুদ্ধ করব না। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই চলব।

‘তবে, আমরা একটা স্বাধীন দেশ। স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি থাকতে হবে। যদি কখনো বহির্শত্রুর আক্রমণ হয়, সেটা যেন আমরা প্রতিহত করতে পারি। আর যেকোনো যুদ্ধে যেন জয়ী হতে পারি, সেভাবে আমাদের নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী; অর্থাৎ সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন, আধুনিক সরঞ্জাম দিয়ে আমি প্রতিষ্ঠিত করতে চাই। প্রশিক্ষণকে সব থেকে বেশি গুরুত্ব দেই এবং প্রশিক্ষণের জন্য অবকাঠামো আমরা আওয়ামী লীগ সরকারে এসে করে দিয়েছি।-বলেন প্রধানমন্ত্রী।

সরকারপ্রধান বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে আমরা প্রতিষ্ঠা করব। ‘৪১ সালে বাংলাদেশের জনগণ হবে প্রযুক্তি জ্ঞানসম্পন্ন। ডিজিটাল ডিভাইসে শিক্ষা নিয়ে তারা প্রত্যেকে প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠবে। আমাদের অর্থনীতি, যেকোনো পরিকল্পনা বাস্তবায়ন, সব কিছু আমরা ডিজিটাল পদ্ধতিতে নিয়ে যাব। বাংলাদেশ হবে স্মার্ট উন্নত বাংলাদেশ। যে বাংলাদেশ জাতির পিতা চেয়েছিলেন; ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ৯৬ সাল থেকেই নৌ বাহিনীকে আধুনিক করার কাজ করি। ফোর্সেস গোল ২০৩০ প্রণোয়ন করে তা বাস্তবায়ন করে যাচ্ছি। মোট ৩৬ টি যুদ্ধজাহাজ নৌ বাহিনীতে যুক্ত করি। এভিয়েশন উইং স্থাপন করি। দুটি সাবমেরিন যুক্ত করার মাধ্যমে নৌবাহিনী ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়। আমরা নিজেদের জাহাজ নিজেরাই তৈরি করছি। নৌ বাহিনী ক্রেতা বাহিনী থেকে নির্মাতা বাহিনীতে পরিণত হতে যাচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ