সিএসপি নিউজ: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের পরিবেশ অনুকুলে রাখতে পুলিশ-র্যাবের পাশাপাশি মাঠে নেমেছে বিজিবি। সোমবার ২৫ জানুয়ারী থেকে ২৮ জানুয়ারী (নির্বাচনের পরদিন) পর্যন্ত মোট ২৫ প্লাটুন বিজিবি নগর সুরক্ষায় কাজ করবে। ইতিমধ্যে আজ সোমবার দুপুর থেকে রাত ৮ টা পর্যন্ত নগরীর স্টেডিয়াম পাড়া, কাজির দেউড়ী মোড়, নগর বিএনপি কার্যালয়, লালদিঘি, নিউমার্কেট ও জামালখানসহ বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গেছে বিজিবিকে।
বিজিবি সদস্যরা নির্বাচনী এলাকায় টহল শুরু করেছেন বলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তারও গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ২৫ প্লাটুন বিজিবি নগরে নামানো হয়েছে। তারা নির্বাচনের পরদিন রাত পর্যন্ত মাঠে থাকবেন। নির্বাচনী মাঠে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিজিবি সদস্যদের সার্বিক দিক নির্দেশনা দিবেন।’