রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের হিন্দু জল দাশ পাড়ায় গত ১৮জানুয়ারী সন্ধ্যায় অগ্নিকান্ডে ১৩জেলে পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তারা সবাই অসহায়, তারা নিঃস্ব। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।
তাদের দুর্দশার খবর শুনে ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শন করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু।
২০ জানুয়ারী দুপুর ১টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন,ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য দেরকে শান্তনা দেন।
তাৎক্ষণিক ইউএনও মোঃ আহসান হাবীব জিতুর নিজস্ব অর্থায়নেে ক্ষতিগ্রস্ত দেরকে ১ বস্তা করে চালের ব্যবস্হা করে দেন।
এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দেরকে কম্বল সামগ্রী প্রদান করা হয়।
এসময় সাথে ছিলেন লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহবুব আলম শাওন ভূঁইয়া, পদুয়া ইউপির ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ লেয়াকত আলী,৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ কাউছার উদ্দিনসহ অন্যান্যরা।
ক্ষতিগ্রস্ত পরিবারকে আগামীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা প্রদানের আশ্বাস দেন ইউএনও মোঃ আহসান হাবীব জিতু।