রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আলী সিকদার পাড়া এলাকায় সুপারী পারতে গিয়ে ছাদ থেকে পড়ে সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।
নিহত যুবকের নাম মুুহাম্মদ নুরুল আলম(৪৩)। সে ওই এলাকার মৃত আবদুর রশিদ সওদাগরের পুত্র এবং সে ৪ সন্তানের জনক।
৫ মার্চ বিকেল ৫টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
স্হানীয় ইউপি সদস্য মুুহাম্মদ লেয়াকত আলী নিশ্চিত করেছেন।
তিনি জানান, নুরুল আলম বিগত কিছুদিন পুর্বে সৌদি আরব থেকে দেশে ফিরেন। প্রতিদিনের ন্যায় শুক্রবার এলাকার পার্শ্বে মজিদিয়া রশিদিয়া এবাদতখানায় বাদে আছরের নামাজ আদায় করেন। আছরের নামাজ আদায় শেষে তার পাকা বাড়ীতে দ্বিতীয় তলায় সুপারী পারতে উঠে।বাড়ীর পার্শ্বে সুপারী গাছ থেকে সুপারী পারার সময় তিনি নিচে মাটিতে পড়ে যায়।
স্হানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।