রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ৩ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬হাজার পিচ ইয়াবা, মাদক কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
আটককৃতরা হল যথাক্রমে নারায়ণগঞ্জ কালিয়াকান্দি এলাকার জাকির হোসেনের পুত্র জহিরুল ইসলাম জসিম (২৪), জাফর আলীর পুত্র মফিজুল ইসলাম প্রকাশ মিঠু(২৭) ও মুন্সিগঞ্জ গজারিয়া বালুয়াকান্দি এলাকার সুলতান মিয়ার পুত্র রবিন মিয়া(২৪)।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৬হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩মাদক কারবারীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং ১৮মার্চ সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।