ফটিকছড়ি প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের বনবিভাগের জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণ করায় উচ্ছেদ অভিযান চালিয়ে ঘর ভেঙ্গে দিয়ে ১ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করেছে বন বিভাগের কর্মকর্তারা।
আজ মঙ্গলবার( ৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর নির্দেশে এ.সি. এফ হাছানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে নারায়নহাট রেঞ্জের আওতাধীন দাঁতমারা বনবিভাগের এই অভিযান পরিচালনা করেন নারায়নহাট রেঞ্জ কর্মকর্তা এবং দাঁতমারা বিট কর্মকর্তা ইউনূসসহ বিভাগের কর্মীরা।
উল্লেখ্য যে গত ২০ জানুয়ারি দাঁতমারা ইউনিয়নের বন বিভাগের কর্মীরা উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত সেমি পাকা ঘর ভেঙ্গে বনবিভাগের জায়গা উদ্ধার করেন।
সিএস/কেসিবি/৬ঃ১৪পিএম