নিজস্ব প্রতিবেদকঃ
ফেনী জেলার ফেনী মডেল থানাধীন লালপুর এলাকায় অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবা উদ্ধারসহ মোঃ মাঈনুদ্দিন (২২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭।
আজ সোমবার ০১ মার্চ সকাল ৮ঃ০০ টায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ মাঈনুদ্দিন ফেনী জেলার সদর থানাধীন যাত্রাসিদ্ধিপুর এলাকার রবিউল হকের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক, ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক, সহকারী পুলিশ সুপার মোঃ জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার ফেনী মডেল থানাধীন লালপুর এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মেসার্স নিউ হক হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা হয়। পরে আসামীর জিন্সের প্যান্টে তল্লাশি চালিয়ে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মুল্য ৬ লক্ষ টাকা। আটককৃত আসামীকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সিএসপি/কেসিবি /৫ঃ২০পিএম