নিজস্ব প্রতিবেদকঃ
ফেনী জেলার ফেনী মডেল থানাধীন লালপুর এলাকায় অভিযান চালিয়ে ১,১২৫ পিস ইয়াবা উদ্ধারসহ মোঃ আমির হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭, ফেনী ক্যাম্প।
আজ বৃহস্পতিবার ৪ মার্চ সন্ধ্যা ৭ঃ৪৫ মিনিটের সময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আমির হোসেন খাগড়াছড়ি জেলার রামগড় থানাধীন বলিপাড়া এলাকার আলী আহাম্মদের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক, ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক, সহকারী পুলিশ সুপার মোঃ জুনায়েদ জাহেদী জানান, কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয় বিক্রয়ের জন্য ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে লালপুর জিরো পয়েন্ট এলাকার ক্যাপে শাহিনুর হোটেলের সামনে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় একজন কে আটক করা হয়। পরে তার প্যান্টের পকেট এ তল্লাশি চালিয়ে ১১২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ৫ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকা। গ্রেপ্তার কৃত আসামীকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সিএসপি/ কেসিবি /১০ঃ৪৫পিএম