রায়হান সিকদার, লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় গভীর রাতে এক বন্যহাতির মৃত্যু হয়েছে।
(২২নভেম্বর) রবিবার দিবাগত রাতে উপজেলার কুমিরাঘোনা চাকফিরানী দক্ষিণের ঘোনা বোয়ান্নাবিল নামক স্থানে ধানক্ষেতে এ বন্যহাতিটির মৃত্যু হয়।
বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার ভোরে এলাকার কৃষকরা ধান ক্ষেতে বন্যহাতির লাশ দেখতে পেয়ে আমাকে জানায়। আমি সাথে সাথে বনবিভাগে খবর দিয়েছি। তবে কিভাবে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া এখনও জানা যায়নি।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ অফিসার মো. মনজুরুল আলম জানান,বন্যহাতির মারা যাওয়ার খবর পেয়ে চুনতি বনবিভাগের একটি টিম ঘটনাস্থলে গিয়ে হাতিটি মারা যাওয়ার খোঁজখবর নেন।ময়না তদন্ত করলে হাতিটি কিভাবে মারা গেছে তা জানা যাবে।
তবে স্থানীয় কেউ কেউ মন্তব্য,করেছেন বিদ্যুৎস্পৃষ্টে হয়ে হাতিটি মারা গেছে।