রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৩হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গতকাল রাতে থানার এসআই মোঃ গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করেন বলে ওসি জাকের হোসাইন মাহমুদ জানিয়েছেন।
আটককৃত মাদক কারবারী চাঁদপুর ফরিদগঞ্জ পাইকপাড়া এলাকার হেদায়েত উল্লাহ`র পুত্র রাজু আহমেদ(২৮)।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতো গতকাল রাত সাড়ে ১০টার দিকে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয় এবং ১২মার্চ সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জাকের হোসাইন মাহমুদ জানিয়েছেন।