রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে দুটি সেমি পাকা ও চারটি মাটির কাঁচাঘরসহ মোট ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
২ জানুয়ারী ( শনিবার) দুপুর ১টার দিকে বড়হাতিয়া ইউনিয়নের জগতার পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্হানীয় ইউপি সদস্য মোঃ আবদুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।
আগুনে ৬ টি বসত ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লক্ষাধিক টাকা হবে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকেরা হল যথাক্রমে সন্তোষ নাথ,বিনোদ নাথ, শংকর নাথ ,নিপুর নাথ,দুলাল নাথ ,ও প্রদীপ নাথ ।
জানা যায়, আগুনের লেলিহান শিখায় ৬টি বসতঘর দাউ দাউ করে জ্বলতে থাকে।রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়। দুপুর ১২ টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিস ও স্হানীয় এলাকাবাসীর সহায়তায় দু ঘন্টা চেষ্ঠা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্হানীয় ইউপি সদস্য মোঃ আবদুল কুদ্দুস জানান,অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো গরীব ও অসহায়।তাদের মধ্যে একজন বিধবাসহ সবাই নিঃস্ব। তারা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করে যাচ্ছেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু জানান,সরেজমিন পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।