রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় চলমান ইটভাটা উচ্ছেদ অভিযান বন্ধে প্রধানন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন লোহাগাড়া ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ।মঙ্গলবার (২ মার্চ) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে লোহাগাড়া ইটভাটা মালিক সমিতি এবং শ্রমিকদের যৌথ মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বেকার হয়ে পড়া শত শত শ্রমিক এবং মালিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মহামান্য হাইকোর্টের আদেশে বিগত দিনে লোহাগাড়ার বেশ কয়েকটি ইটভাড়া জরিমানা ও গুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। এর ফলে ইটভাটার কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। হুট করে ব্যবসা বদল করতে না পেরে আমরা মালিকরাও পড়েছি সংকটে। মামলা, জরিমানা ও গুড়িয়ে দেওয়ার ভয়ে যথাযত ভাবে ইট উৎপাদন করতে না পেরে কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে মালিকদের। তাই লোহাগাড়া উপজেলা ইট প্রস্তুতকারী মালিক, কর্মকতা-কর্মচারী,শ্রমিক ও শিল্পের আওতাভুক্ত বিশাল জনগোষ্ঠীকে বাঁচাতে মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।
এ সময় বক্তব্য রাখেন লোহাগাড়া ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক সরওয়ার আলম, সাবেক সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী, সমিতির সহ-সভাপতি নুরুল আলম, যুগ্ন সাধারণ সম্পাদক ও লোহাগাড়া ঠিকাদার সমিতির সভাপতি মুহাম্মদ নুরুল আলম জিকু,মোহাম্মদ আলী কোম্পানী, সংগঠনের অর্থ সম্পাদক মুহাম্মদ পারভেজ প্রমূখ।
এছাড়াও সকল ইটভাটার মালিকগন ও শ্রমিকরা উপস্হিত ছিলেন।