রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে।
ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি বটতলী মোটর স্টেশনস্হ এলাকা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আহসান হাবীব জিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
এসময় লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ, উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন,উপজেলা প্রকৌশলী দিবাকর রায়, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল,বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদুল হক, লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই যুযুৎসু যশ চাকমা।
সভায় বক্তারা বলেন, সারাদেশের ন্যায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হচ্ছে।
মহান মুক্তিযুদ্ধের সূচনা হয় ৭ মার্চের ভাষনের মধ্য দিয়ে। ওই ভাষণই এদেশের স্বাধীনতার মুলমন্ত্র। এর মাধ্যমে দেশ শত্রুমুক্ত হয়। জাতি পায় নিজ স্বত্ত্বা। নতুন প্রজন্মকে এসব ইতিহাস জানতে হবে, তাদের মাঝে বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস,মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। সেজন্য বেশী বেশী পড়াশোনার মধ্য দিয়ে নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী,জনপ্রতিনিধি,সাংবাদিকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।