আটক মো. রাজা মিয়া (৩৩) লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৭নং ওয়ার্ড পূর্ব কলাউজান সিকদার বাড়ির আবদুল করিমের ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘আটককৃত রাজামিয়া একজন জাল নোট ব্যবসায়ী। তার কাছ থেকে ছয়টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এক ব্যক্তিকে জাল নোট দিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার সময় জনতা রাজা মিয়াকে ধাওয়া করে ধরে ফেলে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আগামীকাল রবিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।’
সাতকানিয়া থেকে এক জাল টাকার ব্যবসায়ী আটক
প্রকাশের সময় :২ জানুয়ারি, ২০২১ ৯:৩৪ : অপরাহ্ণ

সিএসপি নিউজ : সাতকানিয়ায় জাল টাকাসহ একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তার কাছ থেকে ৬টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। শনিবার (২ জানুয়ারি) উপজেলার সোনাকানিয়া ইউপি’র ৩নং ওয়ার্ড তাঁতীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।