রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
সাতকানিয়া উপজেলাধীন ছদাহা, কেওচিয়া ও বাজালিয়া ইউনিয়নে চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা পরিষদের ১৫নং ওয়ার্ডের সদস্য আনোয়ার কামালের বরাদ্দকৃত হতে গরীব দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে মার্কস, কম্বল ও সেনিটাইজার বিতরণ করা হয়েছে।২০ জানুয়ারী সকালে মার্কস, কম্বল ও সেনিটাইজার বিতরণ করেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার কামাল।
এসময় উপস্হিত ছিলেন বড়হাতিয়ার কৃতি সন্তান,সমাজসেবক মিরান হোসেন মিজান, ছদাহা ইউপি চেয়ারম্যান মোসাদ হোসাইন চৌধুরী,বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস দত্ত ও কেঁওচিয়া ইউপির চেয়ারম্যান মোঃ মনির হোসেনসহ ইউপির সকল মেম্বার গণ।
চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার কামাল জানান,কনকন শীতে কষ্ট পাচ্ছে এলাকার সাধারণ মানুষ। সাধারণ মানুষের কষ্ট লাঘবে চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে তার নির্বাচনী ১৫নং ওয়ার্ডের কেঁওচিয়া, বাজালিয়া ও ছদাহা ইউনিয়নের অসহায় ও দুঃস্হ মানুষের মাঝে মার্কস, কম্বল ও সেনিটাইজার বিতরণ করা হয়েছে। বাকি ইউনিয়নগুলোতে ধারাবাহিকভাবে এসব সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হবে বলেও তিনি জানান।