শনিবার (১২ ডিসেম্বর) এই ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বলেন, স্বামীর সঙ্গে ঝগড়া করে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে পরিবারের লোকজন জানিয়েছে। তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
স্বামী স্ত্রী কলহে এক গৃহবধূর আত্মহত্যা
প্রকাশের সময় :১২ ডিসেম্বর, ২০২০ ৯:৫৯ : অপরাহ্ণ

সিএসপি নিউজ : নগরের বায়েজিদ থানার বার্মা কলোনি এলাকায় দাম্পত্য কলহে সুমি আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।