রায়হান সিকদার, লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় মহিলাসহ ২মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।এসময় তাদের কাছ থেকে ৫হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গতকাল রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে ওসি জাকের হোসাইন মাহমুদ জানিয়েছেন।
আজ ৩১জুলাই তাদেরকে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হয়।
আটককৃতরা হল কক্সবাজার টেকনাফ ধুমধুম মৌচনি পাড়া এলাকার মুজিবুর রহমানের স্ত্রী শর্মিলা আকতার(৩৮) এবং পটিয়া পৌরসভার চিকন তাঁতি পাড়ার আবদুল গফুরের পুত্র হাবিবুর রহমান(৩৫)।
থানা সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ওসি জাকের হোসাইন মাহমুদ,পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি দল উল্লেখিত এলাকায় চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে ৫হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও নারীসহ ২মাদক বিক্রেতাকে আটক করে।
৫হাজার পিচ ইয়াবা ট্যাবলেটের মুল্য আনুমানিক ১৫লক্ষ টাকা হবে বলে ওসি জাকের হোসাইন মাহমুদ জানিয়েছেন।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।